মৌলিক অধিকারগুলোর মধ্যে শিক্ষা অন্যতম। শিক্ষায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি)-র ব্যবহার বিষয়ে বর্তমানে নানা কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিদ্যালয়সমূহে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হয়েছে যেখানে শিক্ষকেরা নিজেদের তৈরি করা বা সহজলভ্য আইসিটি উপকরণ ব্যবহার করে আনন্দের সাথে ও কার্যকরভাবে শ্রেণি কার্যক্রম পরিচালনা করছেন। শ্রেণিকক্ষে শিক্ষকদের মাধ্যমে বিভিন্ন ধরনের শিক্ষাসহায়ক উপকরণ ছাড়াও এদেশের শিক্ষাব্যবস্থা, ভর্তি তথ্য এবং শিক্ষাবিষয়ক বিভিন্ন তথ্যাদির একটি সংকলন হচ্ছে জাতীয় তথ্যকোষের শিক্ষা পাতাটি। উল্লেখ্য যে, শ্রেণিকক্ষে শিক্ষকদের মাধ্যমে তৈরিকৃত কনটেন্টসমূহ অন্যান্য শিক্ষকগণ প্রয়োজনে পরিবর্ধন ও সংশোধন করে ব্যবহার করতে পারবেন। এছাড়াও, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহ তাদের তৈরি ও প্রকাশিত গবেষণাধর্মী শিক্ষাবিষয়ক তথ্যাদি স্বতঃস্ফূর্তভাবে পরিবেশন করে তথ্যকোষের এ বিভাগকে সমৃদ্ধিতে সহায়তা করেছেন। এ বিভাগে শিক্ষাবিষয়ক তথ্যাদি টেক্সট, অডিও, ভিডিও, এনিমেশন এবং ছবি আকারে পাওয়া যাবে।
গুরুত্বপূর্ণ ওয়েবসাইটের লিংক:
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS